অটো প্লে ভিডিও দেখা যাবে গুগল প্লে স্টোরেও

অটো প্লে ভিডিও এখন গুগল প্লে স্টোরেও দেখা যাবে। অটো প্লে ভিডিওগুলো বন্ধ করার অপশন থাকবে কিনা তা এখনো জানা যায়নি। চলতি মাস থেকেই অটো প্লে ভিডিও চলবে প্লে স্টোরের ভিডিও লিস্টিং পেইজে।

গুগল জানিয়েছে, অ্যাপের সঙ্গে যে ভিডিও দেওয়া থাকে তা এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। এতে গুগল প্লে ব্যবহারকারীরা কয়েক সেকেন্ডেই অ্যাপটি সম্পর্কে বেশ কিছু তথ্য পাবেন। আর প্রয়োজনীয় অ্যাপ দ্রুত খুঁজে নেওয়া সম্ভব হবে।

তবে প্রোমো ভিডিওগুলোতে কোনো বিজ্ঞাপন রাখা যাবে না বলেও জানিয়েছে গুগল। অ্যাপের ভিডিও চালুর প্রথমেই বিজ্ঞাপন প্রচারিত হলে ব্যবহারকারীরা দ্বিধায় পড়তে পারে। অ্যাপের ভিডিও বাদ দিয়ে কেউ বিজ্ঞাপন দেখতেও চায় না।

বিজ্ঞাপন দেখানো অব্যাহত রাখলে গুগল প্লে স্টোরে ভিডিওটি আর দেখানো হবে না। আগামী ১ নভেম্বরের আগে ভিডিও থেকে ইউটিউব বিজ্ঞাপন সরাতে হবে। নয়তো প্লেস্টোরের অ্যাপের জন্য আলাদা ভিডিও বানাতে হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!