পাল্টাপাল্টি কর্মসূচি: অটোরিকশা শ্রমিক লীগের উভয় গ্রুপের অনুমতি বাতিল

পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় দুই দলেরই অনুমতি বাতিল করা হয়েছে। অনাকাংখিত পরিস্থিতি এড়াতে রোববারের (১ সেপ্টেম্বর) অটোরিকশা শ্রমিক লীগের দুই পক্ষের কর্মসূচির অনুমতি বাতিল করেছে পুলিশ প্রশাসন।

শনিবার (৩১ আগস্ট) রাতে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘অটোরিকশা শ্রমিক লীগের দুই পক্ষের কর্মসূচিই বাতিল করা হয়েছে। যাতে কোন অনাকাংখিত পরিবেশ সৃষ্টি না হয় সেজন্যই এই পদক্ষেপ।

উল্লেখ্য, অটোরিক্সা শ্রমিকদের সাবেক নেতা মো. ওসমান গণি ও মো. আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অবৈধ ইউনিয়নের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ এনে রোববার (১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি দিয়েছিল অটোরিকশা শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটি।

এদিকে ওসমান গণি ও মো. আবদুল্লাহ আল মামুনও নিজেদের অটোরিকশা শ্রমিক লীগ চট্টগ্রাম নগরের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে একইদিন চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছিলেন।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!