অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত সাতকানিয়ায়

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রলি গাড়িতে লোহার রড তুলে দেওয়ার সময় ইঞ্জিনচালিত অটোরিকশার ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) সকাল ৯টায় সাতকানিয়া পৌরসভাধীন ডলু ব্রিজের পূর্বদিকে ফুলকলি দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আবু সৈয়দ (৩২)। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া মাঝিপাড়া ৭ নম্বর ওয়ার্ডের মো. ইউনুছের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার সকালে লোহার রড দোকানের শ্রমিক আবু ছৈয়দ প্রতিদিনের মতো লোহার রড ট্রলি গাড়িতে উঠাচ্ছিল। এই সময় ইঞ্জিনচালিত একটি অটোরিকশা তাকে খুব জোরে ধাক্কা দিলে রাস্তায় পড়ে। একইসঙ্গে লোহায় ধাক্কা লাগায় মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত অটোরিকশার ধাক্কায় এক শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!