অটিজম জয় করা একদিন সম্ভব হবে: ড. আর পি সেনগুপ্ত

প্রথিতযশা নিউরো সায়েন্টিস্ট এক্স নিউরো সার্জন প্রফেসর ড. রাম প্রসাদ সেনগুপ্ত বলেছেন, বিশ্ব আজ অনেক কিছু যেমন জয় করেছে, তেমনি অটিজমও জয় করা একদিন সম্ভব হবে। নিষ্পাপ অটিজম স্কুলের মত প্রতিষ্ঠানের সহযোগিতা শিশুদের মূল ধারায় নিয়ে আসতে সাহায্য করবে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীতে নিষ্পাপ স্কুল প্রাঙ্গণে ড. সেন গুপ্তের সম্মানে আয়োজিত সংবর্ধনার জবাবে তিনি উপরোক্ত মত প্রকাশ করেন।

নিষ্পাপ অটিজম স্কুলের সভাপতি এম. নাসিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে প্রতিষ্ঠানের নির্বাহী সভাপতি ডা. বাসনা মুহুরী, সংস্থার সহসভাপতি খোরশেদ আলম কাদেরী, সাধারণ সম্পাদক ঝুলন কুমার দাশ, নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী বিপ্লব দাশ, স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা ডা. ফরিদ উদ্দিন বক্তব্য রাখেন।

এ সময় ড. রাম প্রসাদ সেন গুপ্ত স্কুলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। তিনি স্কুলের কর্মকাণ্ডের প্রশংসা করে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্কুলছাত্র শুভনীল দাশ রিবুর আঁকা একটি প্রোট্রেট ড. রাম প্রসাদ সেন গুপ্তকে উপহার হিসেবে প্রদান করা হয়।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!