অজ্ঞান পার্টির খপ্পরে আনোয়ারায় স্কুল শিক্ষক

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকাপয়সা খুইয়েছেন চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জামান (৬০)।

বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৮ টায় চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা নিজ কর্মস্থলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

তাকে উদ্ধারকারী চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গণি চট্টগ্রাম প্রতিদিনকে জানান, সকাল আনুমানিক ৮টায় আমিরুজ্জামান স্যারের মোবাইল থেকে একটি ফোন আসলে আমি রিসিভ করি। ওই প্রান্ত থেকে আমাকে জানানো হয় একজন লোক পটিয়া শান্তির হাটে পড়ে আছে। তার সাথে এই মোবাইলটি ছিল।

দ্রুত আমি তিনজনকে ফোনে বিষয়টি জানিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হই। পরে মাহাতা পাঠানিকোটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামসহ অজ্ঞান অবস্থায় শান্তির হাট সিএনজি স্টেশন থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসি।

বর্তমানে তিনি মেডিকেলের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিউলজি বিভাগের ডাক্তার লক্ষমিপদ বলেন, ধারণা করা হচ্ছে তাকে চেতনাশক মেশানো কিছু খাবার খাইয়ে দেয়া হয়েছে।
এতে তিনি অচেতন হয়ে পড়েন। তার শরীর থেকে এ বিষক্রিয়া যতক্ষণ বের হবেনা ততক্ষণ পর্যন্ত তার জ্ঞান ফিরে আসবেনা। তবে তার অবস্থা এখন শংকামুক্ত।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!