দুর্ঘটনায় ৯৯৯ নম্বরে কল করার পরামর্শ মেয়রের

চট্টগ্রাম নগরীতে অগ্নি সচেতনতা বৃদ্ধি ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেছে প্রতিধ্বনি ক্লাব।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে সার্কিট হাউসে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যা লির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, ‘আগুন লাগার মূল কারণ অসাবধানতা। এর সঙ্গে যোগ হয় অজ্ঞতা। আগুন লাগার বড় ধরনের উৎসগুলো হচ্ছে- জ্বলন্ত চুলা, সিগারেট, ম্যাচের কাঠি, খোলা বাতি, বৈদ্যুতিক শর্টসার্কিট ও অন্যান্য দাহ্য বস্তু।’

অগ্নি দুর্ঘটনাসহ যেকোন ধরণের দুর্ঘটনায় ৯৯৯ নম্বরে কল করার পরামর্শ দিয়ে সিটি মেয়র বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণী যন্ত্রপাতি স্থাপন এবং মাঝে মাঝে সেগুলোর কার্যকারিতা পরীক্ষা করা, গুদাম বা কারখানায় ধূমপান নিষিদ্ধকরণসহ দৃশ্যমান স্থানে সতর্কীকরণ পোস্টার প্রদর্শনসহ সচেতনতামূলক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।’

এ সময় সিটি মেয়র ছাড়াও জামালখানের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, পুলক খাস্তগীর, সংগঠনের সভাপতি সমন্যু চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক রিমন দত্ত, সৌরভ দাশ, জয় দাশগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

এএ/এসবি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!