অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কাছে মেয়রপ্রার্থী রেজাউলের ত্রাণ ও নগদ টাকা

চট্টগ্রাম নগরীর পূর্ব শহীদনগর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ওই এলাকা পরিদর্শনে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ ৫০ হাজার টাকা বিতরণ করেন। কয়েকদিন আগে পূর্ব শহীদনগরের হাজী কামাল উদ্দীন সওদাগরের পুরনো বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

এ সময় রেজাউল করিম বলেন, ‘বর্তমানে করোনার প্রাদুর্ভাবের কারণে অধিকাংশ মানুষ প্রায়ই কর্মহীন অবস্থায় খুবই মানবেতর জীবন যাপন করছে। তার মধ্যে অগ্নিকাণ্ড খুবই দুঃখজনক ঘটনা। আমি মানুষের জন্য রাজনীতি করি। মানুষের বিপদে আমি সবসময় পাশে আছি। মানুষের বিপদে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকতে পারে না। আপনারা আমাকে যেকোনো প্রয়োজনে সবসময় পাশে পাবেন।’

এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি এম খলিলুর রহমান, যুক্তরাষ্টের ফ্লোরিডা শাখা আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ এমরান, পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর ফারুকী, সাবেক ভিপি এম ইউনুছ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, মহানগর আওয়ামী যুবলীগের সদস্য জিএস মোহাম্মদ কফিল উদ্দীন, হাজী নাছির উদ্দীন, আবদুল কাদের সর্দার, মহিউদ্দীন মহিন সর্দার, ইলিয়াছ খাঁন মিলন, রনি দিদারী, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দীন, শেখ নিয়াজ উদ্দিন আহমেদ ফাহাদ, সৈয়দ মোহাম্মদ আকিব, শাহাদাৎ হোসেন, গোলাম মোস্তফা, আমিনুল করিম, নুর নবী, ইসাহাক খান মাসুম, মোজাম্মল হক, মোহাম্মদ মাঈন উদ্দীন সোহেল, মুহাম্মদ বাবুল, নুরউদ্দীন, সাজ্জাদ হোসেন আশিক, সাজ্জাদ হোসেন, জালাল উদ্দীন জুবায়ের, এনামুল হক মিনহাজ, হোসেন আলি, আলাউদ্দীন সজিব, মাঈন উদ্দীন হৃদয়, ইমাম উদ্দীন, ইরফান উদ্দীন এরফান প্রমুখ।

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!