অকটেনের আগুনে ঘুম থেকে চিরঘুমে

স্পীড বোটের অফিসে রাখা দাহ্য পদার্থ (অকটেন) থেকে পতেঙ্গা শিপিং কোম্পানির স্টোরে আগুন। আর এ আগুনে মৃত্যু হয়েছে ঘুমন্ত শ্রমিক মো. জাবেদ হোসেন (১৭) নামের এক তরুণের।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পতে কাটগড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাবেদ কুমিল্লার লাঙ্গলকোটের নোয়াপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দাহ্য পদার্থ (অকটেন) থেকে গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে দুইটি কক্ষে আগুনে সেই কক্ষে ঘুমন্ত জাবেদ নামের এক শ্রমিক দগ্ধ হয়ে মারা যায়। মূলত সী বিচ এ স্পীড বোটের অফিসে রাখা দাহ্য পদার্থ (অকটেন) থেকে লাগে এই আগুন।

তাছাড়া আমাদের পতেঙ্গা ফায়ার সার্ভিস থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ হাজার টাকা কিন্তু ঘটনাস্থান থেকে ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।

আরএ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!