জুয়া খেলায় তর্কের জেরে খুন হওয়া মিলাদুন্নবী ওরফে মিল্লাতের দুই খুনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার ১নং দক্ষিণ পাহাড়তলী এলাকা থেকে দুই আসামিকে আটক করা হয়।
শনিবার (২৬ জুন) হাটহাজারী থানার ১নং দক্ষিণ পাহাড়তলী এলাকার বড়দিঘীর পাড় রেললাইনের পশ্চিমে জুয়া খেলার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিতর্কের জেরে ছুরিকাঘাতে নিহত হন মিল্লাত।
মঙ্গলবারের অভিযানে আটক দুইজন হলেন- হাটহাজারী উপজেলার ১নং দক্ষিণ পাহাড়তলী আমান বাজারের পশ্চিম খোশাল শাহ এলাকার নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ ও একই এলাকার গফুর আহমদের ছেলে আবদুল মালেক।
হাটহাজারী মডেল থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, নিহত মিল্লাতের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। তবে দীর্ঘ ২৭ বছর ধরে তিনি হাটহাজারীর শান্তি কলোনিসহ বিভিন্ন এলাকার বসবাস করতেন। পেশায় গাড়ি চালক মিল্লাত ছিলেন মাদকাসক্ত ও জুয়াড়ি।
ঘটনার দিন আসামিদের সাথে জুয়া খেলার এক পর্যায়ে লাভের টাকা নিয়ে চলে যাওয়া নিয়ে তর্কের জেরে ছুরিকাঘাতে খুন হন তিনি। ঘটনার পর খোশাল শাহ এলাকার বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন খুনীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটকের পর দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিদের রিমান্ড আবেদনের পর এ ঘটনায় জড়িত অন্যদের ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন মামলার এই তদন্ত কর্মকর্তা।
সিএম/কেএস