৯ বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটক

৯ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শিশুটি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দুর্লভের পাড়া হেফজ ও এতিমখানার শিক্ষার্থী। আটক আবদুল্লাহ আল মোজাহিদ (২১) একই এলাকার দেলোয়ারের পুত্র। তিনি ঐ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।

২৬ মে (বুধবার) রাতে ভিকটিমের নানা থানায় এসে বলাৎকারের বিষয়ে অভিযোগ দায়ের করেন। লোহাগাড়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সুত্রে জানা যায়, গত রমজান মাস থেকে বিভিন্ন কৌশলে ঐ শিক্ষার্থীকে বলাৎকার করে আসছিল শিক্ষক আবদুল্লাহ। ভিকটিম ভয়ে পরিবারের কাউকে কিছু জানায়নি। বুধবার সকালে বাড়িতে এসে মাদ্রাসায় আর যাবে না বলে কান্নাকাটি শুরু করে। কারণ জানতে চাইলে বলাৎকারের বিষয়টি মাকে জানায়। বিষয়টি ভিকটিমের নানাকে অবহিত করলে নানা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদকে জানান। পরে থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ‘বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমডি জুনাইদ আমাকে বিষয়টি আমাকে জানান। আমি সাথে সাথে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল ইসলাম জামানকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে অভিযুক্ত শিক্ষক আবদুল্লাহকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm