জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মিরসরাইয়ে ঝরনা দেখতে এসে আটকাপড়া ৬ পর্যটককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মিরা। রোববার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম শহর থেকে আসা ৬ পর্যটক মিরসরাইয়ের সোনাইছড়ি ঝরনা দেখতে আসেন। দুপুরে ভারী বৃষ্টি হলে ঝরনার উপর আটকা পড়েন তারা। বিকাল ৪টায় খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভসের কর্মিরা তাদের উদ্ধার করে নিয়ে আসেন।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর আহমেদ বলেন, ‘রোববার সকালে চট্টগ্রাম শহর থেকে মিরসরাই সোনাইছড়ি ঝরনায় ঘুরতে এসে সুমাইয়া আনোয়ার (২১) নামের এক পর্যটক পা পিছলে পাহাড়ের উপর থেকে নীচে পড়ে যায়। তার সহাপাঠীদের কাছ থেকে খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি। এ সময় মো. ইব্রাহীম (২২), তারেক রহমান (২০), নুসরাত জাহান (২২), পিনান (২১) ও হামীম রশিদ (২২) অক্ষত অবস্থায় ছিলো। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থী। আহত সুমাইয়া আনোয়ারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বৃষ্টির কারণে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে যাওয়ায় ঝরনাতে একের পর এক দুর্ঘটনা ঘটে। পাহাড়ি পথ সম্পর্কে ধারণা না থাকাতে এমন দুর্ঘটনা ঘটছে।’
এএইচ