৮ হাজার ইয়াবাসহ আটক এক

0

প্রতিদিন রিপোর্ট :

চট্টগ্রামের চান্দগাঁও থানার উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির সামনে পুলিশের চেকপোস্টে আট হাজার ইয়াবাসহ নূরুল কবির (৫৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

4719_1

s alam president – mobile

নূরুল কবির টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ছোট লিচুপাড়া গ্রামের হাজী আব্দুল হকের ছেলে।

 

শুক্রবার (২৮ অক্টোবর) রাত পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

 

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় গুহ জানান, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম নগরীতে প্রবেশ করছে এমন সংবাদে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরির সামনে পুলিশের চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়। চেকপোস্টে নুরুল কবিরকে চ্যালেঞ্জ করে তার হাতে থাকা শপীং ব্যাগে তল্লাশী চালায় পুলিশ। এসময় আট হাজার পিস ইয়াবা পাওয়া য়ায়। পরে তাকে আটক করে ইয়াবাগুলো জব্দ করা হয়।

 

Yakub Group

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান সঞ্জয়।

 

রিপোর্ট : রাজীব প্রিন্স 
এ এস / জি এম এম / আর এস পি ::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!