৮ দফা দাবিতে জিএমকে চট্টগ্রামের রেল কর্মচারীদের স্মারকলিপি

নিয়োগবিধি ২০২০ সংশোধন করে ১১-২০তম গ্রেডে কর্মচারীদের পদোন্নতিসহ আট দফা দাবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপককে (জিএম) স্মারকলিপি দিয়েছে চট্টগ্রামে কর্মরত রেল কর্মচারীরা। এর আগে কয়েকশ কর্মচারী জিএমের দপ্তরের সামনে বিক্ষোভ করে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ‘অফিস কর্মচারী পরিষদ বাংলাদেশ রেলওয়ে’ সংগঠনের নামে এ স্মারকলিপি দেওয়া হয়।

সংগঠনের আহ্বায়ক সৈয়দ আবজুরুল হক তুহিনের ও শান্তনু দাশের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সদস্যসচিব সিরাজুল হক, খন্দকার সাইফুল ইসলাম মামুন, তামান্না হক, ইমাম হোসেন।

পদোন্নতি ছাড়া অন্যান্য দাবিগুলো হলো ৪৭ হাজার ৬৩৭ জনবলের সরকারি আদেশ সংশোধন ও পূর্বের মত পদ বৃদ্ধি এবং বেতন গ্রেড বহাল, রেল কলোনিতে বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সরবরাহ করা, দুর্ঘটনাকবলিতদের ঝুঁকি ভাতা নিশ্চিত করা, বসবাসের অনুপোযোগী বাসা দ্রুত মেরামত করা, রেলওয়ে প্রশাসনিক ভবনে জেনারেটরের ব্যবস্থা করা, মৃত কর্মচারীদের পোষ্যকে সরাসরি নিয়োগে শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দেওয়া, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বন্ধ করা।

এর আগে সকাল ১০টা হতে রেল কর্মচারীরা সিআরবির (জিএম) দপ্তরের সামনে শ্লোগান ও জমায়েত দিয়ে দাবি আদায়ে স্লোগান দিতে থাকে।

সকাল সাড়ে ১১টায় শ্রমিকদের দাবির মুখে জিএম জাহাঙ্গীর হোসেন এসে কর্মচারীদের শান্ত করেন এবং স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় জিএম জাহাঙ্গীর হোসেন আইনের ভিত্তিতে দাবির বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ে রেলভবন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে আশ্বাস দেন কর্মচারীদের।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm