৭ লাখ টাকার সিগারেট এনে ধরা ফটিকছড়ির বিমানযাত্রী

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাতের দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৩০৩ ব্রান্ডের ২২৪ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।

প্রতি কার্টন সিগারেটের বাজারমূল্য তিন হাজার টাকা হিসাবে ২২৪ কার্টন সিগারেটের বাজার মূল্য দাঁড়ায় ৬ লাখ ৭২ হাজার টাকা।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে কর্মরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিদেশি ওই সিগারেট উদ্ধার করে।

চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা ওই যাত্রীর নাম জাসেদুল আলম।

ওইদিন ৮টা ৪০ মিনিটে জাসেদুল আলম ফ্লাই দুবাইয়ের এফ জেড-৫৯১ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।

উদ্ধার করা সিগারেটের কার্টনগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

Yakub Group

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!