৭ দিন পর চট্টগ্রাম নগরীর রাস্তায় ট্রাফিক পুলিশ

ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর দেশের অন্যান্য জায়গার মতো চট্টগ্রামেও পুলিশ সদস্যরা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনায় কর্মবিরতিতে চলে যান।

কর্মবিরতির ৭দিন পর সোমবার (১২ আগস্ট) সকাল থেকে নির্দিষ্টি ইউনিফর্ম পরিধান করে চট্টগ্রাম নগরীর ৫টি পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এসব স্থানে তাদের সঙ্গে একজন করে শিক্ষার্থী প্রতিনিধিও রয়েছেন।

৫টি পয়েন্টের মধ্য রয়েছে- নগরীড় জিইসি মোড়, আগ্রাবাদ, টাইগারপাস, ওয়াসা এবং লালখানবাজার এলাকা।

আগ্রাবাদ এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পথচারীদের কেউ কেউ। কাজে ফেরা ট্রাফিক সদস্যরা বলেন, ‘আমরা কাজে ফিরতে পেরে ভালো লাগছে। মনে একটা ভয় ছিলো। আবার হামলার শিকার হই কিনা। শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা দায়িত্ব পালন করছি আগের মতোই। তবে একদিন শিক্ষার্থীরা সড়ক যেভাবে সামলিয়েছে, তা প্রশংসার দাবি রাখে।’

এর আগে রোববার (১১ আগস্ট) বিকেলে দামপাড়া পুলিশ লাইনসে সিএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সিএমপি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবে। দুয়েক দিনের মধ্যে ক্রমান্বয়ে নগরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে পুলিশ আগের মতো কাজ করবে।

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm