৭ দিনের পোড়া পামওয়েলে চানাচুর ভাজে এই বেকারি! (ভিডিওসহ)
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফটিকা এলাকায় ‘নিউ বি বাড়িয়া’ নামে এক বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সাত দিনের পোড়া কালো পামওয়েল দিয়ে চানাচুর ভাজায় এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘অভিযানে নিউ বি বাড়িয়া বেকারিকে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং ৭ দিনের পোড়া কালো পামওয়েল দিয়ে চানাচুর ভাজা অবস্থায় পাওয়া যায়। অপরিষ্কার ও স্যাঁতস্যাঁতে পরিবেশে চানাচুর উৎপাদনের অপরাধে বেকারির মালিক আবু বক্করকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ সময় বেকারি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরে ব্যবহৃত পোড়া পামওয়েল জনসম্মুখে ধ্বংস করা হয়।’
এসআর/সিপি