৭১ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি ধরা

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৭১ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল মাছের প্রজেক্ট ও হ্নীলা ইউনিয়নের লেদা খাল সংলগ্ন লবণের মাঠ থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।
আটক রোহিঙ্গার নাম সৈয়দ আলম। সে উখিয়া জামতলী রোহিঙ্গা শিবিরের সি/৮ ব্লকের আব্দু শুকুরের ছেলে।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, বৃহস্পতিবার রাতে হ্নীলা ইউনিয়নের লেদা খাল এলাকায় নাফ নদীর তীরবর্তী লবণের মাঠ দিয়ে সন্দেহজনক দুজনকে লোকালয়ের দিকে আসতে দেখে জওয়ানরা ধাওয়া করে এক রোহিঙ্গাকে আটক করে। আটক ব্যক্তির কাছ থেকে বস্তা ভর্তি ৪১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় অপরজন পালিয়ে যায়।
অপরদিকে, একই সময় হোয়াইক্যং লম্বাবিল মাছের প্রজেক্টে একটি কুঁড়ে ঘরে বেশকিছু ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জওয়ানরা অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে।

আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবাসহ টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া মালিকবিহীন ইয়াবাগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানান লে. কর্নেল ফয়সল হাসান খান।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!