৬ নমুনা দিয়ে চমেকে করোনা পরীক্ষা শুরু

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে ধার করে আনা আরটি পিসিআর মেশিনটি গত ৭ মে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) মাইক্রোবায়োলজি ল্যাবে স্থাপন করা হয়।

ক্যালিব্রেশন শেষে শনিবার (৯ মে) ছয়টি নমুনা দিয়ে চমেকে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান এ তথ্য চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা যে পরীক্ষা শুরু করেছি, এই তথ্যটা অনেকেই জানতো না। তাই তেমন কেউ নমুনা পাঠায়নি। নেভির এক ভদ্রলোক পারসোনালি (ব্যক্তিগতভাবে) আমাকে চেনেন বলে উনি ছয়টি নমুনা পাঠিয়েছেন। এ দিয়েই শুরু হয়েছে নমুনা পরীক্ষা। ‘

প্রসঙ্গত, চমেকে মেশিন চালুর আগেই পিসিআর মেশিনের ত্রুটি শনাক্ত হওয়ায় ৩ মে ঢাকায় নিয়ে যায় মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারসিস ম্যানেজমেন্ট করপোরেশন। আর তাতেই অনিশ্চয়তায় পড়ে নমুনা পরীক্ষায়। নমুনা জটের সংকট কাটাতে সাময়িকভাবে সেখানে সিভাসু’র একটি মেশিন ধার দেয়া হয়।

এসআর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm