৬ দিন সাজেকে পর্যটক যাওয়া মানা, বন্ধ থাকবে সব রিসোর্ট-কটেজ

0

টানা ছয়দিন পর্যটক যেতে পারবেন না রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে। ওই ছয়দিন সাজেকের সব রিসোর্ট ও কটেজ বন্ধ থাকবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ১২ থেকে ১৪ মে পর্যন্ত তিন দিনের অবকাশ যাপনে সাজেক ভ্যালি আসছেন।

এই সময়ে তার নিরাপত্তা হিসেবে বাড়তি সতর্কতার জন্য আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ছয় দিন সাজেকের সব রিসোর্ট ও কটেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট মালিক সমিতি।

s alam president – mobile

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সাজেকে জেলা প্রশাসকসহ জোন কমান্ডারের সমন্বয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির সাজেকে আগমনের কারণে তার নিরাপত্তা নিয়ে যাতে কোনও সমস্যা দেখা না দেয় সেজন্য ওই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওইদিন সাজেক রিসোর্ট মালিক সমিতির ফেসবুক পেজে জানানো হয়েছে, ‘এতদ্বারা সব রিসোর্ট মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের সাজেক সফর উপলক্ষে আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ছয় দিন সাজেকের সব রিসোর্ট বন্ধ থাকবে। সফরের গুরুত্ব এবং ভাবগাম্ভীর্য বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রদানে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, ‘মহামান্য রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে নিরাপত্তার কথা চিন্তা করে আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ছয় দিন পর্যটকদের ভ্রমণে আসতে আমরা নিষেধ করছি। ১৪ মের পর যথারীতি আবারও পর্যটকরা বেড়াতে আসতে পারবেন।’

Yakub Group

১৫ মে থেকে যথারীতি রিসোর্ট ও কটেজ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm