৬ জানুয়ারি থেকে চট্টগ্রাম-কলকাতা আবার যাবে স্পাইস জেটের ফ্লাইট

নতুন বছরের ৬ জানুয়ারি আবার চালু হতে যাচ্ছে চট্টগ্রাম থেকে কলকাতা সরাসরি ফ্লাইট। আপাতত স্পাইস জেট এয়ারলাইনসই যাত্রী বহন করবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে।

পরিকল্পিত সূচি অনুযায়ী, সপ্তাহের চার দিন চলবে স্পাইস জেটের ফ্লাইট। এর মধ্যে রোববার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সকাল ১০টা ১৫ মিনিটে ছাড়বে ফ্লাইট। অন্যদিকে কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই একই বিমান চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে সোয়া ৭টায়।

বাংলাদেশ-ভারত এয়ার বাবল চুক্তির আওতায় চট্টগ্রাম-কলকাতা রুটে কেবল স্পাইস জেটই প্রথম ফ্লাইট পরিচালনার অনুমোদন পেল।

গত বছরের নভেম্বরে চট্টগ্রাম থেকে সরাসরি কলকাতায় ফ্লাইট চালানো শুরু করে ভারতীয় বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেট। ঢাকা থেকে কলকাতাসহ ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করলেও স্পাইস জেট চট্টগ্রাম থেকে কলকাতা রুটে সেবারই প্রথম ফ্লাইট চালু করে।

পরে করোনাভাইরাস পরিস্থিতিতে চলতি বছরের ১১ এপ্রিল চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

করোনা মহামারি শুরুর আগে চট্টগ্রাম-কলকাতা রুটে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসরকারি ইউএস বাংলা, রিজেন্ট এয়ারের ফ্লাইট চালু ছিল। পরে চট্টগ্রাম-চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে ইউএস বাংলা এয়ারলাইনস।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!