চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের অভিযানে ৬৪৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ ৩ কারবারি গ্রেপ্তার হয়েছে। একইসঙ্গে মদ বহন করা মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। এসব মদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
বুধবার (২০ নভেম্বর) রাত ৯টায় উপজেলার শীলকূল ইউনিয়নের মনকিরচর কয়লা বিদ্যুৎকেন্দ্র সড়কে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্ত্ তিন মদ কারবারি হলেন—চন্দনাইশ উপজেলার দোহাজারীর হাছনদন্ডী গ্রামের জামাল আহমদের ছেলে শোয়েব হোসেন (৩০), ফেনী জেলার দাগনভূঁইয়া ইউনিয়নের আমিন উল্ল্যাহর ছেলে হেমায়েত উল্ল্যাহ (৩৬) এবং গাইবান্দা জেলার গাইবান্দা সদরের জয়নান আবেদিনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।
এ ব্যাপারে পুলিশ মাদক আইনে মামলা দায়ের করেছে। তদন্তকারী কর্মকর্তা এসআই মুরাদ হোসেন আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছেন।
পুলিশ জানায় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাঁশখালীর ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটি ঘাটে এনে এসব মদ মাইক্রোবাসযোগে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। উদ্ধার মাদকের মূল্য আনুমানিক ৩ কোটি টাকা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ৩ মদকারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং মাদক চোরাচালানের রহস্য উদঘাটনে তাদের আদালতে চালান ও ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
ডিজে