৬০০ বন্যার্ত মানুষ উদ্ধার করেছে আল মানাহিল, ধাপে ধাপে অর্ধ লাখ পরিবার পাবে ত্রাণ

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় পানিবন্দি ছয় শতাধিক মানুষকে উদ্ধার করেছে চট্টগ্রামভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান ‘আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ’। ইতোমধ্যে বন্যা দুর্গত ৫২ হাজার মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্রস্তুত করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ১৬ হাজার দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে।

৬০০ বন্যার্ত মানুষ উদ্ধার করেছে আল মানাহিল, ধাপে ধাপে অর্ধ লাখ পরিবার পাবে ত্রাণ 1

বন্যা-পরবর্তী প্রায় এক হাজার পরিবারকে জন্য ঘর-বাড়ি মেরামত করে দেবে প্রতিষ্ঠানটি।

চট্টগ্রামের কাজির দেউড়ির ভিআইপি টাওয়ারের নিচ তলায় প্রতিষ্ঠানটি গণত্রাণ সংগ্রহ করছে। পাশাপাশি নিজেদের অর্থায়নেও আনছে ত্রাণসামগ্রী।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান হেলাল উদ্দীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দেশের যেকোনো দুর্যোগে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঝাঁপিয়ে পড়ে। বর্তমান বন্যা পরিস্থিতিতেও ব্যতিক্রম হয়নি। আমাদের স্বেচ্ছাসেবকেরা মৃত্যুঝুঁকি নিয়ে বন্যার শুরুতেই প্রায় ৬০০ মানুষকে উদ্ধার করেছে। বর্তমানে আমরা বন্যার্তদের মাঝে ভালোবাসার উপহার পৌঁছে দিতে কাজ করছি।

তিনি বলেন, বন্যার শুরুতেই আমরা ১৬ হাজার মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছি। বর্তমানে আমরা ১৬ হাজার পরিবারের জন্য প্রায় দুই সপ্তাহের খাবারের ব্যবস্থা করছি। আমাদের স্বেচ্ছাসেবকরা বড় ও ছোট পরিবারের বিষয় বিবেচনা করা দুই ধরনের প্যাকেট তৈরি করছে। বড় পরিবারের প্যাকেটে থাকছে ৩৫ কেজির নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং ছোট পরিবারের প্যাকেটে থাকছে ২০ কেজির দ্রব্য। এসব দ্রব্যের মধ্যে থাকছে চাল, ডাল, তেল, লবন, চিনি, বিস্কুট, পানি ও স্যালাইন। এসব দ্রব্য যেকোন পরিবারের দুই সপ্তাহ অনায়াসে চলে যাবে। এরপর আমরা আরও ২০ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করব। ভবিষ্যতে এই ধারা চলমান থাকবে।

হেলাল উদ্দীন বলেন, আমাদের একটি দল দুর্গত এলাকায় আছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাছাই করছেন। তাদের প্রতিবেদনের ভিত্তি বড় ও ছোট প্যাকেট হাতে হাতে তুলে দেওয়া হবে। আল্লাহ যদি সহায় হন এরপর আমাদের লক্ষ্য আছে ক্ষতিগ্রস্ত অন্তত ১ হাজার পরিবারকে মাথা গোঁজার ঠাঁই হিসেবে ঘর করে দেওয়া। আমাদের ডোনারদের অর্থের উপর এই প্রকল্পের আকার নির্ভর করবে। অনুদান বেশি আসলে এই সংখ্যা আরও বাড়বে।

করোনা মহামারীর সময় করোনায় মারা যাওয়া মানুষের দাফন-কাফনসহ সবকিছু করে দেশজুড়ে আলোচনায় আসে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ। এরপর থেকে দেশের যেকোনো দুর্যোগে সন্মুখ সারির যোদ্ধা হিসেবে রয়েছে প্রতিষ্ঠানটি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm