৫ হাজার টাকায় হেলিকপ্টারে ঘুরে দেখা যাবে চট্টগ্রাম, আছে এয়ার অ্যাম্বুলেন্সও

হেলিকপ্টারে করে মাত্র ৪ হাজার ৯৯৯টাকায় ঘুরে দেখা যাবে চট্টগ্রাম। প্রথমবারের মতো চট্টগ্রামবাসীর জন্য এই সেবা চালু করেছে চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিস।

শুক্রবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষণ মাঠে উদ্বোধন করা হয় এই হেলিকপ্টার সেবা সার্ভিস।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এই হেলিকপ্টার সার্ভিস উদ্বোধন করেন।

s alam president – mobile

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ নোমান আল মাহমুদ, চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ হাশেম, মানবাধিকার ইউনিটির বিভাগীয় প্রধান লোকমান চৌধুরী, জুনিয়র চেম্বার চিটাগাং ফার্স্ট লেডি ফাতেমা জোহরা, চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিসের সিইও শাহনেওয়াজ শিপন।

উদ্বোধনী বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘হেলিকপ্টার সাধারণত বিত্তবান সমাজের লোকজন ব্যবহার করে থাকেন। হেলিকপ্টারের আভিজাত্য এবং ব্যয়বাহুল্য বিষয়টি সাধারণ জনগণের সাধ্যের বাইরেই রয়ে গেছে, এমন কথাই সমাজে এখনো প্রতিষ্ঠিত। তবে দিন পাল্টে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে জাতি আজ স্বপ্ন দেখছে দিন বদলের। সেই স্বপ্ন পূরণে তরুণ উদ্যোক্তারা সাহস করে চট্টগ্রামে চালু করেছে হেলিকপ্টার সার্ভিস। মাত্র ৪ হাজার ৯৯৯ টাকায় হেলিকপ্টারে চড়তে পারার এই সুযোগ৷ এতে অনেকেই নিজের স্বপ্ন পূরণ করবে বলে আমার বিশ্বাস।’

চিটাগাং হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিসের সিইও শাহনেওয়াজ শিপন বলেন, ‘স্বল্প খরচে হেলিকপ্টারে ঘুরে বেড়ানোর এই উদ্যোগ চট্টগ্রামে প্রথম আমরাই চালু করেছি। ৪ হাজার ৯৯৯ টাকায় চট্টগ্রাম ঘুরে দেখা যাবে। এছাড়া ৯ হাজার ৯৯৯ টাকায় হেলিকপ্টারে চড়ে চট্টগ্রাম-কক্সবাজার এবং চট্টগ্রাম-ঢাকা ভ্রমণ করতে পারা এখনো স্বপ্ন নয়, বাস্তবতা। তাছাড়া আমাদের এই প্রজেক্টে এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। আমাদের এই উদ্যোগকে সফল করতে চট্টগ্রামবাসীর সহযোগিতা ও দোয়া চাই।’

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!