৫ লাখ পর্যন্ত লেনদেন করা যাবে ইন্টারনেট ব্যাংকিংয়ে

১০ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম

বাংলাদেশে ইন্টারনেট ব্যাংকিংয়ে এখন প্রতিদিন লেনদেন করা যাবে পাঁচ লাখ টাকা পর্যন্ত। আগে এই সীমা নির্ধারিত ছিল দুই রাখ টাকায়। প্রতিদিন পাঁচ লাখ লেনদেন করা গেলেও একবারে লেনদেন করা যাবে সর্বোচ্চ এক লাখ টাকা। এই সীমা আগে ছিল ৫০ হাজার টাকা।

অন্যদিকে প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিদিন লেনদেন করা যাবে দশ লাখ টাকা পর্যন্ত। একবারে লেনদেন করা যাবে সর্বোচ্চ দুই লাখ টাকা। দিনে এই হারে মোট ২০টি লেনদেন করা যাবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের নতুন এই নিয়ম চালু করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত সার্কুলার সব বাণিজ্যিক ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

২০১৭ সালের ২ নভেম্বর বাংলাদেশে ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু হয়। এর মাধ্যমে গ্রাহক ঘরে বসেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ লেনদেন ছাড়াও অ্যাকাউন্ট থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডে অথবা ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ লেনদেন করতে পারেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!