৫ লাখ ইয়াবাসহ ৭ কারবারি কোস্ট গার্ডের জালে ধরা

টেকনাফের নাফনদীর ২৫ ন্যাটিকেল মাইল অদূরে বঙ্গোপসাগর থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় ইয়াবা কারবারিদের ব্যবহৃত ট্রলারও জব্দ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোররাতে ইয়াবার চালানসহ তাদের আটক করা হয়।

আটক ৭ মাদক কারবারি হলো- আব্দুস শুকুর (২৮), মো. জাহিদ হোসেন (৩৫), আবদুল মোনাফ (৪৫), নুর আলম (৪১), মো. আমান উল্লাহ (৩৩), মো. মহরম আলী (৫০) ও আব্দুল পেডাম (২৩)।

টেকনাফ কোস্টগার্ড সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে মাদক পাচারকারিরা বাংলাদেশের সমুদ্র সীমান্তে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের দুইটি দল নাফনদী অদূরে বঙ্গোপসাগরে তাদের শনাক্ত করে ধাওয়া করে। একপর্যায়ে ট্রলারটি আটক করতে সক্ষম হয়। এসময় ট্রলার তল্লাশি করে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ৭ মাদক কারবারিকে আটক করা হয়।

টেকনাফ স্টেশন লে. কমান্ডার আমিরুল হক জানান, আটক সাতজনের মধ্যে ছয়জন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা নাগরিক রয়েছে। ইয়াবাসহ ৭ মাদক পাচারকারিকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!