৫ বছরে পাথরঘাটার বিএনপি কাউন্সিলরেরই আয় বেড়েছে ১০ গুণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল প্রকাশ ইসমাইল বালির গত ৫ বছরে আয় বেড়েছে প্রায় ১০ গুণ। ৫ বছরে তার আয় বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৮৫ লাখ ১ হাজার ১৯০ টাকা। নির্বাচনী হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে।

শুধু তাই নয়, চট্টগ্রামের আছদগঞ্জ এলাকায় ‘ইসমাইল ট্রেডার্স’ ও ‘মেসার্স আব্দুর রাজ্জাক সওদাগর’ নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকও হন তিনি। গত ৫ বছরে তার বিরুদ্ধে থাকা ৩টি নাশকতা ও বিস্ফোরক মামলা থেকে খালাস পান এই কাউন্সিলর।

জানা যায়, গত ৫ বছরে সিটি কর্পোরেশনের কাউন্সিলর থাকাকালীন ইসমাইল বালির কোন ব্যবসা প্রতিষ্ঠান না থাকলেও এবার (২০২০) বাড়ি ভাড়া, অন্যান্য খাতসহ আছদগঞ্জ এলাকায় দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেড়েছে আয়ের পরিমাণও।

২০১৫ সালের ২৯ মার্চ সিটি কর্পোরেশন নির্বাচনে তার অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ২ লাখ ৫৪ হাজার ৮৪৬ টাকা। ৫ বছর পর তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৩৫৪ টাকা। গত ৫ বছরে আছদগঞ্জ এলাকায় তিনি দুটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর একটি নিজের নামে, অপরটির ব্যবসায়িক অংশীদার হিসেবে উল্লেখ করেন তিনি। হলফনামায় ১ কোটি ৩ লাখ ১৫ হাজার ৫৬৫ টাকা পূবালী ব্যাংক থেকে ঋণ নেওয়ার তথ্য উল্লেখ করা হয়।

এছাড়া গত ৫ বছরে ইসমাইল বালির চট্টগ্রামের আনোয়ারায় ৬ কানি কৃষি জমিসহ পাথরঘাটা এলাকায় ২ শতক জায়গা ছাড়াও নগরের সদরঘাট থানার মাদারবাড়ি মৌজায় কিনেছেন ৫ শতক জায়গা। এছাড়া তার নামে ঘরের আসবাবপত্র ও স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণ স্থিতাবস্থায় রয়েছে।

মুআ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm