চট্টগ্রাম থেকে ঢাকা রুটে ফের শুরু হয়েছে ট্রেন চলাচল। বন্যার পরিস্থিতির কারণে পাঁচদিন বন্ধ থাকার পর ট্রেনের চাকা ঘুরছে চট্টগ্রামের রেল স্টেশন থেকে।
মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার উদ্দেশ্যে দুটি ট্রেন ছেড়ে গেছে। এছাড়া আরও তিনটি ট্রেন ছাড়বে রাতে।
চট্টগ্রাম রেল স্টেশন থেকে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ীই ট্রেন ছাড়বে বলে নিশ্চিত করেন স্টেশন মাস্টার শফিকুল ইসলাম।
জানা গেছে, চট্টগ্রাম থেকে সকাল ৭টায় কক্সবাজার স্পেশাল, সকাল ৭টা ৫০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে।
চট্টগ্রাম-চাঁদপুর রুটের সাগরিকা এক্সপ্রেস সকাল ৮টায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় এবং বিকাল ৩টায় মহানগর গোধূলি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
তবে বিকাল ৪টার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বন্ধ রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ রয়েছে চট্টগ্রাম-ঢাকা ও ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন। একইসঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস আপাতত বন্ধ রাখা হয়েছে। এটি বৃহস্পতিবার থেকে চলাচল করবে।
এছাড়া চট্টগ্রাম থেকে বিকাল সাড়ে ৫টায় নাজিরহাট লোকাল, সন্ধ্যা ৬টায় মেঘনা এক্সপ্রেস এবং সিলেটগামী উদয়ন এক্সপ্রেসও বন্ধ রাখা হয়েছে।
তবে রাত ১১টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পর্যটন এক্সপ্রেস, ১১টা ৩০ মিনিটে তূর্ণা নিশীথা এবং ১১টা ৪৫ মিনিটে ঢাকাগামী মেইল ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম থেকে দুপুর ১২টায় হাটহাজারী ও দোহাজারীর উদ্দেশ্য দুটি মালবাহী ট্রেন ছেড়ে গেছে।
আরও জানা গেছে, চট্টগ্রাম বিভাগের ফাজিলপুর-ফেনী সেকশনে রেললাইনের স্লিপার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এতে আপলাইন এখনও ফিট হয়নি। তবে ডাউন লাইন ফিট থাকায় চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সোমবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন তূর্ণা নিশিতা এক্সপ্রেস ছেড়ে গেছে। রাত পৌনে ১২টায় চট্টগ্রাম ছেড়ে গেছে ঢাকাগামী চট্টগ্রাম মেইল।
জেএস/ডিজে