৫ জনের কমিটিতেও বিরোধ কক্সবাজার জেলা ছাত্রদলে, ৪ বছরে হয়নি পূর্ণাঙ্গ

পাঁচজনের আংশিক কমিটিতেই চার বছর পার করল কক্সবাজার জেলা ছাত্রদল। এই চার বছরে পূর্ণাঙ্গ কমিটি দিতে ব্যর্থ হয়েছেন নেতারা। সংগঠনটির পাঁচজনের জেলা কমিটির মধ্যেও আছে গ্রুপিং। কমিটিতে থাকা নেতারাই করেছেন এমন অভিযোগ। গত ১৯ বছরে কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি হয়েছে ৩টি।

জানা গেছে, কক্সবাজার জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি হয় ২০১৮ সালে ১৯ আগস্ট। তাও ছিল মাত্র পাঁচজনের আংশিক কমিটি। তারা হলেন সভাপতি শাহাদাত হোসেন রিপন, সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান।

কেন কমিটি পূর্ণাঙ্গ হয়নি—এমন প্রশ্নের জবাবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান জানান, সরকারবিরোধী আন্দোলনে মামলা হামলার কারণে তারা কমিটি পূর্ণাঙ্গ করার সময় পাননি, তবে শীঘ্রই হবে।

s alam president – mobile

জেলা সভাপতি শাহাদাত হোসেন রিপন জানান, তারেক রহমান সবকিছুর দেখভাল করেন। কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হয়েছে, এখন সারাদেশের জেলা কমিটিগুলোও পূর্ণাঙ্গ হবে।

কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মো. ইয়াহিয়া মুঠোফোনে বলেন, ‘নতুন কমিটি করবে কি-না, তা শীঘ্রই কেন্দ্র সিদ্ধান্ত নেবে।’

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm