৫ আন্ত:নগর ট্রেনের চালক ও গার্ড পেলেন মোবাইল ফোন

রেলওয়ে পূর্বাঞ্চলের ৫টি আন্ত:নগর ট্রেনের চালক ও পরিচালককে (গার্ড) কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সিমসহ মোবাইল ফোন দিয়েছে রেলওয়ে প্রশাসন।

ট্রেনের চালক, পরিচালক, স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ রক্ষায় এ ফোন দেওয়া হয়।

মোবাইল ফোন প্রদানের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. ওমর ফারুক।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এতদিন কন্ট্রোল রুমের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা ছিল না। ফলে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে না পারায় প্রায়শই দুর্ঘটনা হচ্ছে।রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ বিভাগ, চালক, পরিচালক, স্টেশন মাস্টার ও কন্ট্রোল রুমের মধ্যে ক্লোজড গ্রুপ কমিউনিকেশনের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে এম-সেনট্রেক্স টেলিফোন দেয়ার নির্দেশনা দেয় রেলপথ মন্ত্রণালয়।

প্রাথমিকভাবে জিএসএম বেসড এম-সেনট্রেক্স ফোনে চলন্ত ট্রেনের কার্যকারিতা যাচাইয়ের জন্য ১০টি এম-সেনট্রেক্স টেলিফোন চট্টগ্রামের তৃর্ণা নিশীথা (চট্টগ্রাম -ঢাকা) ট্রেনসহ ৫টি আন্তঃনগর ট্টেনে ১০টি মোবাইল ফোন সেট প্রদান করা হয়।

জেএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm