৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৭ ডাকাত আটক চকরিয়ায়

কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় দুর্গম চিলখালী চিংড়ি জোন এলাকা থেকে অস্ত্র-গুলিসহ সাত ডাকাতকে আটক করেছে র‌্যাব।

তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, একটি এলজি, একটি এয়ার রাইফেল, দুই রাউন্ড মেশিনগানের বুলেট, ১০ রাউন্ড রাইফেলের বুলেট, এগারো রাউন্ড ১২ বোর কার্তুজ, ৮৯ রাউন্ড এয়ার রাইফেল বল, একটি রামদা, এক সেট সেনাবাহিনীর নকল ইউনিফর্ম, একটি বাইনোকুলার, আটটি মোবাইল ফোন ও ১০টি সিম কার্ড উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ জুলাই) মধ্যরাত ১২টা থেকে শনিবার ভোররাত ৪টা পর্যন্ত র‌্যাব-১৫ এর একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ডাকাতরা হলেন কক্সবাজারের চকরিয়ার নলবনিয়া এলাকার মৃত সিদ্দিকের ছেলে খায়রুল আমিন (৪৩), দরগাপাড়া এলাকার মৃত ডাক্তার আব্দুল মোতালিবের মো. আব্দুল হাসিম (৩৫), মেধাকচ্ছপিয়া এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে জুলফিকার আলি ভুট্টো (৪৮), পূর্ব হাজিপাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ সেলিম (২৮), গর্জনতলী এলাকার মোহাম্মদ হোসনের ছেলে সাহাব উদ্দিন (৩২), ঈদগাঁও উপজেলার শিয়াপাড়ার মৃত আব্দুস ছাত্তারের ছেলে মাহাবুব তৈয়ব (৬৪), বান্দরবান জেলার লামা উপজেলার আজিজ নগরের মৃত নজরুল মিয়ার ছেলে নূর ইসলাম (৫০)।

এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। তিনি জানান, চকরিয়া ও মহেশখালী থানাসহ উপকূলবর্তী বিভিন্ন এলাকায় সশস্ত্র ডাকাত দলের বিরুদ্ধে অভিযানে নামে র‌্যাব-১৫। গোপন সংবাদ পেয়ে দুর্গম ছিলখালির ঘরবসতিহীন সমুদ্র তীরবর্তী এলাকায় অভিযান চালায় র‌্যাব। এই এলাকায় স্থলপথ না থাকায় অপরিচিত কোনো মানুষ ঢুকলেই ডাকাতদলের কাছে তথ্য চলে যায়। ফলে তারা গা ঢাকা দেয়। শুক্রবার মধ্যরাতে লবণের বড় নৌকার পাটাতনে লুকিয়ে ডাকাতদের সেই আস্তানায় অভিযান চালায় র‌্যাবের আভিযানিক টিম। এই সময় সাত অপরাধীকে গ্রেপ্তার ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব সরকার বলেন, শনিবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে অস্ত্রসহ ৭ জনকে গ্রেপ্তার করার বিষয়ে একটি এজাহার দিলে তা মামলা হিসেবে দায়ের করা হয়েছে।

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!