৫৫০ কেজি ইলিশ গেল এতিমখানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি নির্দেশ অমান্য করে ইলিশ শিকার করায় ৫৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে সেগুলো বিভিন্ন এতিমখানায় পাঠানো হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা মৎস্য অফিসার উপজেলার সলিমপুর থেকে কুমিরা সাগর পাড়ে এই অভিযান চালান। পরে উদ্ধারকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিসার মো. শামীম আহমেদ জানান, মা ইলিশ রক্ষায় সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার নিষিদ্ধ করেছে। সকল মৎস্যজীবীকে এ আদেশ মানতে বলা হয়েছে। কিন্তু সরকারি নির্দেশনা না মেনে কতিপয় মৎস্যজীবী সাগরে ইলিশ শিকার করছে বলে আমরা জানতে পারি।

তিনি বলেন, এই অভিযোগের সত্যতা যাচাইয়ে সোমবার বেলা ১১টায় অভিযান শুরু করি। সলিমপুর থেকে কুমিরা পর্যন্ত সাগর উপকূলে অভিযানকালে ইলিশ শিকারের প্রমাণ পেয়ে মোট ৫৫০ কেজি ইলিশ মাছ আমরা জব্দ করি।

পরে এসব ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা ছাড়াও কুমিরার দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড সদস্যরাও।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!