নগরীর ৫০ হাজার পরিবারকে খাবার ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এসএম রেজাউল করিম চৌধুরী।
নিজের ব্যক্তিগত উদ্যোগে এ কার্যক্রম অব্যাহত রেখেছেন জানিয়ে মেয়রপ্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের ১৪ হাজার পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, পিয়াজ, সাবান, চিড়াসহ বিভিন্ন শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি জানান, মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, গির্জা, বিভিন্ন ইমাম-মুয়াজ্জিন, হিন্দু পুরোহিত, বৌদ্ধ ভিক্ষুদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও সেবক (সুইপার) কলোনি, জেলে সম্প্রদায় ও নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন বস্তিতে বসবাসরত দরিদ্রদের মধ্যে প্রায় ১১ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
নগরীতে বসবাসরত মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীসহ নগদ টাকাও পৌঁছে দেওয়া হয়েছে।
নগরজুড়ে ২৫ হাজার মানুষের মধ্যে মাস্ক, হেড ক্যাপ, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য নির্দেশনামূলক হ্যান্ডবিলও বিতরণ করা হয়েছে।
এছাড়াও তিনি ব্যক্তিগত উদ্যোগে নগরের বিভিন্ন ওয়ার্ডে দলীয় কর্মীদের মাধ্যমে প্রতিদিন রাস্তাঘাট, নালা-নর্দমা, ড্রেন, ফুটপাত, অলি-গলি, বস্তিসহ বিভিন্ন মসজিদ, মন্দির, বিহার প্রাঙ্গণে
করোনাভাইরাস প্রতিরোধে স্প্রে মেশিন দিয়ে জীবাণুনাশক ঔষধ ছিটানোর কার্যক্রম অব্যাহত রেখেছেন।
আদর/এসএস