বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৫০ লাখ টাকার (ছয়টি স্বর্ণের বার) স্বর্ণসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সাড়ে ৩ হাজার ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ ডিসেম্বর) সকালে ঘুমধুম সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়ার হলুদিয়া এলাকার ফরিদ আলমের ছেলে রফিক উদ্দিন (২৪) ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া চন্ডী সওদাগর এলাকার বাবুল বিশ্বাসের ছেলে নারায়ণ বিশ্বাস (৩৩)।
জানা গেছে, নাইক্ষ্যংছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাড়ে তিন হাজার ইয়াবা ও ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন। তিনি বলেন, মাদকদ্রব্য পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড, চোরাচালানসহ যে কোনো অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
এএইচ