৫০০ কোটি টাকা মেরে চট্টগ্রামের বাদশা কানাডায়, ফিরে আনবে সরকার

চট্টগ্রামের ঋণখেলাপি বাদশাকে কানাডা থেকে দেশে ফিরিয়ে আনতে আদালতের আদেশ

ঋণখেলাপি ইছা বাদশা ওরফে মহসিনকে কানাডা থেকে দেশে ফেরাতে চট্টগ্রাম অর্থঋণ আদালতের আদেশ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার।

চট্টগ্রাম অর্থঋণ আদালতের রায় বাস্তবায়নে বাদশাকে দেশে ফেরত আনতে জানিয়ে গত ১০ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চলতি বছরের ৯ মে মেসার্স ইছা অ্যান্ড মুছা ব্রাদার্সের কর্ণধার মহসিনকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।

ওয়ান ব্যাংক লিমিটেড জুবলি রোড শাখার অর্থঋণ মামলায় ২০২১ সালের ১৮ জানুয়ারি ডিক্রিকৃত ২০০ কোটি ৮৮ লাখ ২৩ হাজার ৪৪৬ টাকা আদায়ের জন্য মেসার্স মুছা অ্যান্ড ইছা ব্রাদার্সের বিরুদ্ধে একই বছরের ৫ মে একটি জারি মামলা করা হয়। মূল অর্থঋণ মামলায় বিবাদি পক্ষ প্রতিদ্বন্দ্বিতা না করায় এক তরফা ডিক্রি হয়। জারি মামলা দায়েরের পর ২৩টি ধার্য তারিখ অতিবাহিত হলেও দায়িক পক্ষ আদালতে উপস্থিত হননি। বিপুল পরিমাণ ডিক্রিকৃত টাকার কানাকড়িও ডিক্রিদার বরাবরে পরিশোধ করেননি।

তাই খেলাপি ঋণ পরিশোধে বাধ্য করতে মামলার ৩ নম্বর দায়িক মোহাম্মাদ ইচ্ছা বাদশা ওরফে মহসিনকে অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪(১) ধারা মোতাবেক ৬ (ছয়) মাসের দেওয়ানী আটকাদেশ প্রদানসহ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়।

Yakub Group

জানা গেছে, মোহাম্মদ ইছা বাদশা ওরফে মহসিনের বিরুদ্ধে আদালতে শাহজালাল ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এক্সিম ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্তত ৫টি অর্থঋণ জারি মামলা চলমান রয়েছে। এসব ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি। এসব ব্যাংকের মামলায় ব্যবসায়ী ও তার পরিবারের কোনো সদস্য কখনো হাজির হননি। দেননি ওকালতনামাও।

বাদশা বর্তমানে কানাডায় রয়েছেন। বাংলাদেশ ত্যাগ করায় তার বিরুদ্ধে ইস্যু করা গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশ পুলিশের পক্ষে তামিল করা সম্ভব হবে না।

খেলাপি ঋণ আদায়ের জন্য এই ব্যবসায়ীকে কানাডা থেকে দেশে ফেরত আনতে অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশ দেন আদালত। সেই আদেশ বাস্তবায়নে ঋণ খেলাপি ইছা বাদশা ওরফে মহসিনকে কানাডা থেকে দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!