৫০০০ কোটি টাকার শেয়ার গোপনে হাতবদলের চেষ্টা করছিল এস আলম

জব্দ করার আদেশ আদালতের

চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ৪২টি কোম্পানির ৫ হাজার ১০৯ কোটি টাকা মূল্যের ৪৩৭ কোটি ৮৫ লাখের বেশি শেয়ার জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, সাইপ্রাস ও অন্যান্য দেশে তাদের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন এ আদেশ দিয়েছেন।

আদালতে দেওয়া দুদকের উপপরিচালক মো. আবু সাঈদের আবেদনে বলা হয়, সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ৪২টি কোম্পানির ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৮৪টি শেয়ার হস্তান্তরের চেষ্টা করা হয়েছে। এসব শেয়ারের মূল্য ৫ হাজার ১০৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ২৬০ টাকা।

এর আগে গত ১৬ জানুয়ারি সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ২৪টি কোম্পানিতে সাড়ে ৩ হাজার কোটি টাকা মূল্যের ৩২ কোটি ১০ লাখের বেশি শেয়ার জব্দ করার আদেশ দেন আদালত।

১৪ জানুয়ারি সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা রাজধানীর গুলশান, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরাসহ বিভিন্ন জায়গায় থাকা জমি, ফ্ল্যাট, প্লট, ভবনসহ ২০০ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। একই সঙ্গে তাদের ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দেন আদালত।

গত বছরের ১৯ ডিসেম্বর এস আলম সংশ্লিষ্ট ১২৫টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেন আদালত।

গত ৭ অক্টোবর মোহাম্মদ সাইফুল আলম, তাঁর স্ত্রী, সন্তান, ভাইসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm