৫শ পরিবারকে খাবার দিল লোহাগাড়া সাংবাদিক ফোরাম

লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘লোহাগাড়া সাংবাদিক ফোরাম’-এর উদ্যোগে উপজেলাটির ৯ ইউনিয়নের ৫১৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণকালে সাংবাদিক ফোরামের সাথে যুক্ত হন বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজার ১০ম পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশির, ক্যাপটেন শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, উপ-পরিদর্শক মাহফুজুর রহমান, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম, বড় হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম ডি জুনায়েদ, কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গাজী ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সাওদাগর,সমাজ সেবক নুরুল কবির, যুবলীগে নেতা আদেল চৌধুরী, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন মানিক প্রমুখ।

সার্বিক ব্যাবস্হাপনায় ছিলেন লোহাগাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক এম এম আহমদ মনির, সদস্য সচিব অধ্যাপক আবদুল খালেক, সদস্য অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, মনির আজাদ, আবদুল আউয়াল জনি, সাত্তার সিকদার, মারুফ খান, মুজাহিদ হোসাইন সাগর, জমির উদ্দিন, এরশাদ আলম, এম এ এইচ রাব্বি, আরিফুল ইসলাম রিফাত, আবদুল ওয়াহাব ও বজল আহমদ।

মেজর শেখ ফয়সাল আল বশির বলেন, ‘দেশের দুর্যোগময় সময়ে সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে এটা প্রশংসনীয়।

ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘সাংবাদিকরা শুধুমাত্র সংবাদ তৈরি করে না মানবিক কাজেও দলবদ্ধ ভাবে এগিয়ে আসে। সাংবাদিকদের উদ্যোগ দেখে সমাজের বিত্তবানরাও অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলে মনে করি।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!