বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ফের ঢাকার দুই মাদককারবারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (৪ জুন) নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন’র নির্দেশে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন ও এসআই মো. ইউনুছসহ একদল পুলিশ এ অভিযান চালায়।
পুলিশ ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ডের উখিয়া-টেকনাফ সড়কের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখের চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায়। অভিযানে ঢাকার খিলগাঁও উপজেলার মো. রেজু মিয়ার মেয়ে মোছাম্মদ শিউলি শিল্পী (৪৩) ও ঢাকার নন্দিপাড়ার মহাজন কলোনির আব্দুর রশিদ ওরফে জন্তর আলীর ছেলে মো. নুরুজ্জামান (৪১) নামে দুজনকে আটক করে।
আটকের পর তাদের কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা। এ বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, সংশ্লিষ্ট আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কেএস