৪ লক্ষ ২০ হাজার টাকার ইয়াবাসহ দুই মাদককারবারী আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ফের ঢাকার দুই মাদককারবারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (৪ জুন) নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন’র নির্দেশে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন ও এসআই মো. ইউনুছসহ একদল পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ডের উখিয়া-টেকনাফ সড়কের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখের চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায়। অভিযানে ঢাকার খিলগাঁও উপজেলার মো. রেজু মিয়ার মেয়ে মোছাম্মদ শিউলি শিল্পী (৪৩) ও ঢাকার নন্দিপাড়ার মহাজন কলোনির আব্দুর রশিদ ওরফে জন্তর আলীর ছেলে মো. নুরুজ্জামান (৪১) নামে দুজনকে আটক করে।

আটকের পর তাদের কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা। এ বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, সংশ্লিষ্ট আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm