৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি লালদীঘিতে গ্রেপ্তার

চার বছরের সাজাপ্রাপ্ত আসামি কার্তিক বৈদ্য ওরফে সাংবাদিক বাবু ভাই নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আট বছর ধরে পলাতক ছিলেন।

তার বিরুদ্ধে আরও দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কার্তিক বৈদ্য চট্টগ্রামের আকবরশাহ এলাকার মোহন বৈদ্যের ছেলে।

মহানগর গোয়েন্দা বিভাগের (পশ্চিম) পুলিশ পরিদর্শক মো. হোছাইন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কার্তিক বৈদ্য একটি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত আসামি। আট বছর তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আরও দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরএম/ডিজে

ksrm