৪৫ কোটিতে বিক্রি হল আগুনে পোড়া দুই জাহাজ, ৩৭ বছরে আয় ছিল ১৫৩৬ কোটি

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) আগুনে পুড়ে যাওয়া দুটি জাহাজ নিলামে বিক্রি করা হয়েছে। ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৮৭৫ টাকায় জাহাজ দুটি হস্তান্তর করা হয়েছে ‘জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’র কাছে। প্রতিষ্ঠানটি নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার আগ পর্যন্ত ৩৭ বছরে জাহাজ দুটি থেকে ১ হাজার ৫৩৬ কোটি টাকা আয় করেছে বিএসসি।

মঙ্গলবার (১১ মার্চ) বিকালে বিএসসির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক সাংবাদিকদের এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মাহমুদুল মালেক জানান, ১৯৮৭ সালে ৬০ কোটি টাকায় ডেনমার্ক থেকে ‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’ জাহাজ দুটি সংগ্রহ করা হয়। এ পর্যন্ত জাহাজ দুটি ৪২৫ লাখ টন কার্গো পরিবহন করেছে। ‘বাংলার জ্যোতি’ ৮০৫ কোটি এবং ‘বাংলার সৌরভ’ আয় করেছে ৭৩১ কোটি টাকা।

তিনি আরও জানান, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বাংলার জ্যোতি জাহাজে আগুনের ঘটনা ঘটে। একই বছরের ৫ অক্টোবর আগুন লাগে বাংলার সৌরভে, যেখানে চার জনের মৃত্যু হয়। জাহাজ দুটির নিলামের জন্য ৫ ডিসেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। দরপত্র খোলা হয় ৭ জানুয়ারি। সেখানে ১৬টি দরপত্র পাওয়া যায়। প্রথম সর্বোচ্চ দরদাতা ‘মাস্টার অ্যান্ড ব্রাদার্স’ ৪০ কোটি ৪৪ লাখ টাকা দর দেয়। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ কোটি ৬৯ লাখ টাকা দর দেয় ‘জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’। কিন্তু প্রথম সর্বোচ্চ দরদাতা অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের বাজেয়াপ্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানের কাছেই জাহাজ দুটি হস্তান্তর করা হয়।

বিএসসির এমডি জানান, করসহ তারা দিচ্ছে ৪৫ কোটি ৮৬ লাখ টাকা। সংরক্ষিত মূল্য ছিল ৩৬ কোটি ১০ লাখ টাকা। গত ২৭ ফেব্রুয়ারি চুক্তি পর ৫ মার্চ জাহাজ দুটির দায়িত্বভার নিয়ে জাহাজ দুটি বিচিং করেছে। এ ধরনের জাহাজ ২৫-২৬ বছরের বেশি সময় চালানো যায় না। মেইনটেইনেন্সের মাধ্যমে আমরা দীর্ঘদিন চালিয়েছি। এ জাহাজ রি-ইউজ করারও সুযোগ নেই।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm