‘আমি তাহা, বাওয়া স্কুলে প্রেপ-টুতে পড়ি। কারাতে শিখতে আসছি, কারাতে।’ পরিচয় দেওয়া এবং কণ্ঠের দৃঢ়তা বলে দিচ্ছে ‘ইন্সপায়ার চট্টগ্রাম’ আয়োজিত মেয়েদের আত্মরক্ষার কৌশল ‘সেলফ ডিফেন্স সারভাইভাল আর্ট’ তার কচি হৃদয়ে কতটুকু প্রভাব ফেলেছে। তার মতো বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীর পাশাপাশি এসেছেন অনেক গৃহিনীও।
তাদেরই একজন হালিশহর এ ব্লকের নাসরিন আক্তার। তিনি এসেছেন তার স্কুল পড়ুয়া দুই মেয়েকে সাথে নিয়ে। অন্য দুই-চার জনের মতো মেয়েদের মাঠে নামিয়ে তিনি গ্যালারিতে বসে থাকেননি। মেয়ের সাথে তিনিও আত্মরক্ষার কৌশল রপ্ত করতে নেমেছেন প্রশিক্ষণ মাঠে। নাসরিন আক্তার জানান, ‘মেয়েদের নিয়ে আমি মুভ করি। মেয়ের বিপদ মানেতো আমারও বিপদ। তাই আমিও বসে থাকতে পারিনি। আমিও সেলফ ডিফেন্স সারভাইভাল আর্ট শিখছি।’
এভাবে তাহা, নাসরিনদের মতো ৪১৭ জন বিভিন্ন বয়সী, পেশার নারী তালিকাভুক্ত হয়েছেন ‘ইন্সপায়ার চট্টগ্রাম’-এর আত্মরক্ষার কৌশল ‘সেলফ ডিফেন্স সারভাইভাল আর্ট’শিখতে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ‘ইন্সপায়ার চট্টগ্রাম’ আয়োজিত মেয়েদের বিনামূল্যে আত্মরক্ষার কৌশল ‘সেলফ ডিফেন্স সারভাইভাল আর্ট’প্রশিক্ষণ উদ্বোধন করেন চিত্র নায়ক ফেরদৌস আহমেদ। সাবেক ছাত্রনেতা ও ইন্সপায়ার চট্টগ্রাম সংগঠনের চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির প্রাক্তন সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী, স্বাচিপ নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান, প্রাক্তন কাউন্সিলর আ্যাডভোকেট রেহেনা বেগম রানু, বিএসআরএম এর সিএসআর প্রধান তারিকুল কবির, নারীনেত্রী নাজনীন সরোয়ার কাবেরী, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত বেলাল।
চিত্র নায়ক ফেরদৌস আহমেদ বলেন, প্রশিক্ষণ শারীরিক সক্ষমতা বাড়ায়। শরীর যদি ফিট হয় আত্মবিশ্বাস বাড়ে। নারীরা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে এলে সকল অপশক্তি পিছু হটতে বাধ্য হবে। তাই নারীদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসতে হবে। অভিভাবকদেরকে তিনি নিজের সন্তানদেরকে পর্যাপ্ত সময় দিয়ে পাশে থাকারও আহ্বান জানিয়ে বলেন, ‘ট্রাই টু বি বেস্ট ফ্রেন্ড টু ইউর কিড’। মা-বাবা যদি সন্তানের ভালো বন্ধু হয় সন্তানরা কখনো খারাপ পথে যেতে পারে না। এই প্রশিক্ষণ সারা দেশে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান ফেরদৌস।
অনুষ্ঠানে আগত অতিথিরা ‘সেলফ ডিফেন্স সারভাইভাল আর্ট’ প্রশিক্ষণ আয়োজনকে সময়োপযোগী আখ্যা দিয়ে আয়োজকদের প্রশংসা করেন এবং নগরবাসীর পক্ষে কৃতজ্ঞতা জানান।
ইন্সপায়ার চট্টগ্রামের চেয়ারম্যান সাজ্জাত হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের ঘটনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এই উদ্যোগ। এই প্রশিক্ষণ তিনমাস চলবে। শুক্র ও শনিবার— সপ্তাহে দুদিন এই প্রশিক্ষণ দেওয়া হবে। চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে এই প্রশিক্ষণ চলবে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। অন্যদিকে হালিশহর বিডিআর মাঠ সংলগ্ন রাবেয়া বসরী স্কুলে এই প্রশিক্ষণ চলবে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্ষন্ত।
সেনাবাহিনীর সাবেক প্রশিক্ষক জয়জিৎ চৌধুরী এবং মার্শাল আর্টে ব্ল্যাকবেল্টধারী ফাতেমা সুমাইয়া নাম্মির তত্বাবধানে প্রথম দিনের অনুশীলন শুরু হলে উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন।
ইন্সপায়ার চট্টগ্রামের পরিচালক এম শাহাদাত নবী খোকা ও জাওয়াদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্রনেতা ফখরুদ্দিন বাবলু, শিবু প্রসাদ চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, নারীনেত্রী সোনিয়া আজাদ, সাহেলা আবেদিন, হাটহাজারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, সংগঠনের পরিচালক গোলাম সামদানি জনি, সাদ শাহরিয়ার, ইকরামুল্লাহ চৌধুরী, কামরুজ্জামান সুমন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এফএম/এমএহক