৪০ লাখ টাকার গাড়ি চট্টগ্রামে ছিনতাই, উদ্ধার কুমিল্লায়

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে ছিনতাই হওয়া ৪০ লাখ টাকা মূল্যের একটি কাভার্ডভ্যান উদ্ধার হল কুমিল্লা থেকে। বুধবার (৯ সেপ্টেম্বর) কাভার্ডভ্যানটি চট্টগ্রামের বাসিন্দা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে কুমিল্লা হাইওয়ে পুলিশ।

সূত্র জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে একটি কাভার্ডভ্যান (চট্টমেট্রো উ-১১-০০০৮) ছিনতাই হয়। ওইদিন রাতে চট্টগ্রাম ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করেন গাড়ির মালিক বেলাল হোসেন।

পরদিন মঙ্গলবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ সংলগ্ন স্থানে মহাসড়কে টহল দেওয়ার সময় একটি কাভার্ডভ্যান রাস্তায় পড়ে থাকতে দেখে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

এ সময় হাইওয়ে পুলিশের এসআই রেজাউল হাসান গাড়িটি তল্লাশি করেন। গাড়িতে কাউকে না পেয়ে মালিক বেলাল হোসেনের নম্বরে যোগাযোগ করা হয়। পরে পুলিশ বিষয়টি তাৎক্ষণিক তদন্ত করে ছিনতাইয়ের বিষয়ে নিশ্চিত হয়। এরপর বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কাভার্ডভ্যানটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে হাইওয়ে পুলিশ।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm