তিন সরকারি স্কুলের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষে তিন দফায় নেয়া ভর্তি পরীক্ষার ‘ক’ গ্রুপে থাকা তিন সরকারি বিদ্যালয়ের ফল প্রকাশিত হয়েছে।

১৯ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার তিন সরকারি বিদ্যালয়ের মধ্যে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালক শাখা)।

এদিকে, প্রথমদিনের পরীক্ষায় অংশ নেয় প্রায় সাড়ে ১০ হাজারেরও অধিক পরীক্ষার্থী। নয়টি সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন জমা পড়ে মোট ৫৪ হাজার ২৫৯টি। তিনদিনের পরীক্ষায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪২ হাজার ৯৬১ জন। আবার জেএসসি, জেডিসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির জন্য আবেদন করে ১১ হাজার ২৯৮ জন শিক্ষার্থী।

তিন সরকারি স্কুলের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 1

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘ক’ গ্রুপের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় তিন স্কুলে অংশ নেয় ১০ হাজার ৮৫৭ জন। এরমধ্যে কলেজিয়েট স্কুলে ৪ হাজার ৩২৬ জন, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৭২৫ জন এবং ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ হাজার ৮০৬ জন শিক্ষার্থী।

এদিকে, ২১ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফল পরবর্তীতে জানানো হবে। ‘খ’ গ্রুপে রয়েছে- নাসিরাবাদ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় ও সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

‘গ’ গ্রুপে রয়েছে- সরকারি মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (বালিকা শাখা)।

ভর্তির ফলাফল জানা যাবে এই লিংকে ক্লিক করে https://bit.ly/2EQzUum

এসআর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm