৩ বছরের সেই শিশু নিখোঁজের ২ দিন পর উদ্ধার চট্টগ্রামে

চট্টগ্রামে নিখোঁজের দুইদিন পর ৩ বছরের শিশু আবদুল্লাহকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাঁকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।

তিনি বলেন, সকাল ১১টার দিকে আব্দুল্লাহকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তিনটার দিকে উপ-পুলিশ কমিশনার স্যার বিস্তারিত জানাবেন।

এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা হাজী নাজির লেইনের রুহুল আমিনের বাড়ি থেকে বাইরে চলে যায় সে। তারপর থেকেই নিখোঁজ ছিল শিশু আবদুল্লাহ।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বোরকা পরিহিত একজন মহিলার পিছন পিছন হেঁটে যাচ্ছে শিশুটি। এ নিয়ে সেদিনই বোরকা পরা নারীর পেছনে হাঁটতে হাঁটতে চট্টগ্রামে নিখোঁজ ৩ বছরের শিশু এই শিরোনামে চট্টগ্রাম প্রতিদিনে প্রকাশ হওয়া নিউজটি অনেক পাঠকের কাছে পৌঁছে যায়।

Yakub Group

আবদুল্লাহর বাবার নাম মাহবুবুল আলম। তিনি প্রবাসী। তার তিন মেয়ের পর একটাই ছেলে; আবদুল্লাহ।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!