৩ ধরনের লোককে মসজিদে যেতে বারণ ইসলামিক ফাউন্ডেশনের

জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ব্যক্তিদের মসজিদ ও জনসমাগমে না যাওয়ার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। বিদেশফেরত ও করোনার উপসর্গ আছে এমন ব্যক্তিদেরও মসজিদ ও জনসমাগম এড়ানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ জানান, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারীর আকার ধারণ করায় দেশে একটি বিশেষ অবস্থা বিরাজ করছে। এই পটভূমিতে করোনাভাইরাস সংক্রমণ থেকে ধর্মপ্রাণ মুসল্লীসহ সমগ্র মানবজাতিকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে বিদেশ ফেরত ও করোনাভাইরাসের লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে গমনসহ জনসমাগম পরিহারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হল।

এ বিষয়টি দেশের সকল মসজিদে জুমার খুতবায় গুরুত্ব সহকারে আলোচনা করা এবং করোনা ভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করুণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার জন্য মসজিদের খতিব ও ইমাম সাহেবদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!