৩ দিন পর পণ্যবাহী কার্গো ছেড়ে দিল আরাকান আর্মি

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা ২ পণ্যবাহী কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে বলে জানা গেছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় কার্গো ৩টির মধ্যে দুটি বাংলাদেশ মিয়ানমার নাফ নদ জলসীমার নাইক্ষ্যংদিয়া থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাকি জাহাজটি এখনও সেখানে রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন।

গত বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় পণ্যবাহী তিনটি কার্গো জাহাজ আটক করে আরাকান আর্মি। সেগুলোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কপিসহ বিভিন্ন মালামাল রয়েছে।

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সকালে আটক কার্গো জাহাজের ২টি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। ইতোমধ্যে একটি স্থলবন্দর ঘাটে পৌঁছেছে। বাকিদের বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm