সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গা পূজার ছুটি তিনদিন থেকে বাড়িয়ে তা পাঁচদিন করা হয়েছে। ৫ অক্টোবর থেকে ছুটি শুরু হয়ে তা ৯ অক্টোবর শেষ হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরামুল আল হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, দুর্গা পূজার ছুটি তিন দিনের পরিবর্তে পাঁচ দিন করা হয়েছে। অর্থাৎ ৫ অক্টোবর থেকে ছুটি শুরু হয়ে তা ৯ অক্টোবর শেষ হবে। এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার দুর্গাপূজাতে পাঁচদিন ছুটি উপভোগ করতে পারবে।
উল্লেখ্য, দুর্গা পূজার ছুটি বাড়ানোর বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাঠিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদফতর। এই চিঠির পরিপ্রেক্ষিতে ছুটি বাড়ানো হয়।