৩৮ মামলার আসামি নগর ছাত্রদল আহ্বায়ক গ্রেপ্তার বন্দরে

৩৮ মামলার আসামি নগর ছাত্রদেলর আহ্বায়ক সাইফুল ইসলাম ওরফে সাইফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চার মামলায় গ্রেপ্তার পরোয়ানা আছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকালে নগরীর গোসাইলডাঙ্গা এলাকা থেকে সাইফুলকে (৩০) গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।

জানা গেছে, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামিনের দাবিতে আন্দোলনে সময় দুটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালী থানার এক মামলায় আসামি হন সাইফুল। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি নাশকতা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

এছাড়া নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৩৮টি মামলা রয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘চারটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ভিত্তিতে সাইফুল ইসলামের গ্রেপ্তার করা হয়। শনিবার গোসাইলডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

রোববার (১ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm