৩৭১টি ফেসবুক আইডির তথ্য চেয়েছে সরকার, পেয়েছে অর্ধেক

বাংলাদেশ সরকার ৩৭১টি আইডির তথ্য চেয়েছে ফেসবুকের কাছে। আইডিগুলোর তথ্য চাইতে গিয়ে সরকারকে ২৪১টি রিকোয়েস্ট (অনুরোধ) পাঠাতে হয়েছে। এর মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অনুরোধ করা হয়েছে ১৪২টি (৫৮.৯ শতাংশ)। অন্যদিকে জরুরি অনুরোধ ছিল ৯৯টি (৪১.১ শতাংশ)।

তবে শুধুমাত্র ৪৪ শতাংশ অনুরোধের ক্ষেত্রে কিছু কিছু তথ্য বাংলাদেশ সরকারকে দিয়েছে। এর মধ্যে জরুরি অনুরোধের ক্ষেত্রে ২৫ শতাংশ এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে করা অনুরোধে সাড়া দিয়েছে ৫৭ শতাংশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত ফেসবুকের ট্রান্সপারেন্সি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সরকার ফেসবুকের কাছে ৩৭১টি আইডির তথ্য চেয়েছে।

২০১৬ সাল থেকে বাংলাদেশ সরকার ফেসবুকের কাছে বিভিন্ন আইডির তথ্য চাইতে শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছয় মাস পর পর ‘ট্রান্সপারেন্সি প্রতিবেদন’ প্রকাশ করে। তবে সেখানে কোনো দেশের সরকারের চাওয়া কোনো আইডির তথ্য প্রকাশ করা হয় না।

সরকারের কাছ থেকে অনুরোধ পাওয়ার পরে ফেসবুক তাদের আইনি কাঠামো ও টার্মস অব সার্ভিসে মাধ্যমে যাচাই করার পরই সাধারণত তথ্য সরবরাহ বা প্রত্যাখ্যান করে থাকে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!