চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ আগামী ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে।
দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে৷ সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ৩০ মে পর্যন্ত সিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে৷
শনিবার (১৬ মে) সিএসই’র থেকে প্রেরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন জনসংযোগ কর্মকর্তা তানিয়া আক্তার।
তিনি জানান, যদি বিএসইসি (বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন) শেয়ার বাজার চালু করার কোনও নির্দেশনা প্রদান করে তবে সে অনুযায়ী সিএসই তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য প্রস্তুত আছে| তবে উল্লেখিত নির্দশনা ছাড়া সাধারণ ছুটির মেয়াদ বাড়লে সিএসই এর কার্যক্রম ছুটির সাথে সঙ্গতি রেখে বন্ধ থাকবে|
এএস/এসএ