৩০০ অসহায়ের কাছে সেহেরি নিয়ে গেল বাকলিয়া থানা ছাত্রলীগ

বিশাল হাড়িতে রান্না করা হয়েছে বিরিয়ানি। সবাই মিলে এসব বিরিয়ানি ভরে নিয়েছেন বক্সে। রাত যখন গভীর হল, গাড়িতে তুলে নেওয়া হল এসব বক্স। এসব নিয়ে নগরীর বিভিন্ন মোড়ে ছুটেন তারা। করোনায় অচল নগরীর মোড়ে মোড়ে থাকা অসহায় নাগরিকের হাতে তুলে দেন তারা বিরিয়ানির এই বক্সগুলো।

এভাবেই শুক্রবার (১৫ মে) পথে থাকা অসহায় ৩০০ মানুষের সেহেরির ব্যবস্থা করেছে চট্টগ্রাম বাকলিয়া থানা ছাত্রলীগ।

বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা মো. তৌহিদের ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট, লালদিঘী, আন্দরকিল্লা, জামালখান, চকবাজারসহ নগরীর বেশ কয়েকটি পয়েন্টে সেহেরির খাবার বিতরণ করা হয়।

এতে কার্যক্রমে অংশ নেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক কালাচাঁদ ভট্টাচার্য্য সীমান্ত, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা আবুল মোকারম সাকিব, এইচ এম সাব্বির, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা এম.এ. আরিফ, মোহাম্মদ ইয়াছিন, মোঃ ইব্রাহিম, জয় মহাজন পাপ্পু, মোঃ নোবেল, সাজ্জাদ কাদের অভি, মুমিনুল হক প্রমুখ।

আদর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!